Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লাহ রাসূলের সম্মানকে বিশ্ব জগতের সর্বোর্ধ্বে স্থাপন করেছেন

জৈনপুরী পীর সাহেব

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কদমতলীতে জৈনপুরী পীর সাহেবের শুভাগমন ও শোক দিবস উপলক্ষে এক বিশাল দোয়া ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিখ্যাত তরিকায়ে জৈনপুরীর মুরশিদে কামেল মুজাদ্দেদে জামান, মাদরজাদওলী, হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। নায়েবে আমীর জনাব মোঃ সাব্বির হোসেন (এরশাদ) সাহেবের পরিচালনায় এবং জনাব আবদুল হালিম সাহেবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে পীর সাহেব বলেন- আল্লাহ তায়ালা এরশাদ ফরমান ওয়ারাফায়ানা লাকা জিকরাক অর্থাৎ আমি রাব্বুল আলামীন স্বয়ং আমার প্রিয় রাসূল (সা:) রাহমাতাল্লিল আলামীন এর সম্মান, গুনগান, মর্যাদা ও তাজকেরাকে বিশ্ব জগতের উপর (সর্বোর্ধে) স্থাপন করেছে। সুতরাং দুশমনে রাসূলেরা যতই অপচেষ্টা করুক না কেন স্বয়ং আল্লাহ তায়ালা আমাদের প্রাণ প্রিয় নবীজী (সা:) এর ইজ্জাত ও সম্মানকে বরকেরার রাখবেন। উদাহরণ স্বরূপ মুরশেদ বলেন হযরত আদম (আঃ) থেকে হযরত ঈসা (আঃ) পর্যন্ত যত নবী রাসুল এসেছেন সকলেই আমাদের দয়াল নবীজীর নূরে মুবারকের আমানতবাহী হিসাবে সর্ব প্রকার কঠিন কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছেন। বর্তমানে যেই কোরবাণী চলছে সেখানেও এটার জ্বলন্ত প্রমাণ রয়েছে। যে ছুরিতে পাথর কেটে দ্বিখন্ডিত হল সে ছুরিতে হযরত ইসমাইল (আঃ) এর গলা কাটল না কারণ হযরত ইসমাইল (আঃ) এর পেশানীতে নবীজী (সাঃ) এর নুরে মোবারক আমানত ছিল। জাতির জনক বন্ধবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমানের শোক দিবস উপলক্ষ্যে তার মাগফেরাত কামনা করে পীর সাহেব আখেরী মুনাজাত করেন। পরে তার প্রতিষ্ঠিত মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসায় আলিমে যে সকল ছাত্রীরা ভর্তি হতে পারে নাই তারা বর্ধিত সময়ে ২৬-২৮/০৮/২০১৮ ভর্তি হলে থাকা খাওয়া ফ্রি করার ঘোষণা দেন তিনি। উক্ত মাহফিলে পীর সাহেবের সফর সঙ্গী ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ জনাব আবুল মুনসুর সাহেব, জৈনপুরী দরবার শরীফের সেক্রেটারী জনাব শেখ জহির আহমেদ সাহেব, হযরত মাওলানা ইমদাদুল হক, মাওলানা তোজাম্মেল হক, সায়েম আহমেদ ও মুসলিম উদ্দিনসহ প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জৈনপুরী পীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ