বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদার বক্তব্য “নির্বাচনে অনিয়ম হবে না, তার গ্যারান্টি দেয়া যাবে না” এমন বক্তব্যের পর তার আর দায়িত্বে থাকার অধিকার নেই। বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। কাজেই এই নির্বাচন কমিশন দিয়ে একাদশ জাতীয় নির্বাচন সম্ভব নয়। তাই সিইসিকে পদত্যাগ করতে হবে।
গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মুগদাস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মুগদা থানার সভাপতি আলহাজ আবু হানিফ সিকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী হুমায়ূন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক ডা. শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।