প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সাথে এবার যুক্ত হলেন প্রখ্যাত পরিচালক মালেক আফসারি। জাজ তাকে দিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়েছে। সিনেমার নাম ‘রক্ত’। গত সোমবার জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান এবং মালেক আফসারি নতুন এই সিনেমার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সিনেমায় আরও একজন নতুন নায়িকা উপহার দিতে যাচ্ছে জাজ। তবে কে হচ্ছেন নতুন নায়িকা, তা এখনই প্রতিষ্ঠানটি জানাতে চাচ্ছে না। আব্দুল আজিজ বলেন, নায়ক-নায়িকা চূড়ান্ত হলেও অনেক অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত করে এ মাসের শেষের দিকে জমকালো এক মহরতের মাধ্যমে নতুন এই নায়িকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তার আগে কিছুই বলতে চাই না। ‘রক্ত’ জাজ মাল্টিমিডিয়ার ২৪তম সিনেমা, মালেক আফসারিরও ২৪তম সিনেমা। রক্ত নিয়ে মালেক আফসারি বলেন, অনেক সুন্দর একটি গল্প। এই প্রথম থ্রিলার সাসপেন্স সিনেমা বানাচ্ছি। আর জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্রে শিল্পে বড় ধরনের এক ভূমিকা পালন করছে- এটা নিঃসন্দেহে চলচ্চিত্রের জন্য ইতিবাচক। জাজের সঙ্গে কাজ করতে যাচ্ছি- এটা আমার কাছেও নতুন এক ধরনের ভাল লাগা। আশা করি, আমাদের যাত্রা সফল হবে। আগামী ১০ মে থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। বাংলাদেশ, ভারত এবং থাইল্যান্ডে শুটিং করার পরিকল্পনা করা হয়েছে। সিনেমাটির কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহীর বাবু এবং পেলে ভট্টাচার্য। সিনেমার সংগীত পরিচালনা করবেন আকাশ এবং স্যাভি। আর বিশেষ দৃশ্য পরিচালনা করবেন থাইল্যান্ডের ফাইট ডিরেক্টর জাইকা এবং চেন্নাইয়ের রাজেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।