রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গরীব অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে ২০টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। রোববার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডঃ চৌধুরী মোঃ আনোয়ার নিজস্ব অর্থায়নে তার পয়েদ্ধা বাসভবনে এসব ভ্যানগাড়ী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুল জলিল, বাংলাদেশ কংগ্রেস পীরগঞ্জ শাখার আহ্বায়ক মনছুর আলী, প্রেসক্লাব পীরগঞ্জ এর যুগ্ম আহ্বায়ক বাদল হোসেন, ইউ’পি সদস্য নুরুজ্জামান, পীরগঞ্জ পৌর যুবলীগের ধর্ম সম্পাদক হাবিব সাহেব, ৬নং পীরগঞ্জ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওসার কবির সৌরভ স্বেচ্ছাসেবী সংগঠন আই পজিটিভ এর পরিচালক শফিক পারভেজ পরাগ প্রমূখ। ডঃ চৌধুরী মোঃ আনোয়ার জানায়, বিলাসীতা না করে নিজের সঞ্চয় কৃত টাকা দিয়ে এলাকার গরীব, অসহায়, দুস্থ্য ও প্রতিবন্ধী মানুষদের কষ্ট লাঘবের জন্য নিজস্ব অর্থায়নে যতটুকু পারছি সহযোগীতা করছি। আগামী ১ মাসের মধ্যে গরীব, বিধবা, স্বামী পরিত্যাক্ত ১ হাজার নারীর মাঝে সেলাই মেশিন ও আরো ব্যাটারী চালিত ৫শ ভ্যান গাড়ী বিতরণ করা হবে। পরে ভ্যানগাড়ী পেয়ে সহরাব, গজেন, শরিফুল, মসলিম উদ্দীন সহ একাধিক উপকারভোগী উল্লাস প্রকাশ করে বলেন, এখন আমরা ভ্যানগাড়ী চালিয়ে আয় রোগজার করে স্বাবলম্বী হয়ে উঠবো ও পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করতে পারবো ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।