প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আশিক বন্ধু : গানে গানে সারাবেলা কাটে সানিয়া রমার। এই স্টেজ শো তো এই টিভি প্রোগ্রাম। একটু সময় পেলে ঘুম আর গানের রেওয়াজে বসে পড়েন। লেজার ভিশন থেকে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘ডাগর ডাগর চাহনি’। এখন নতুন গান নিয়ে ব্যস্ত। হিপহপ রকিং গান গাইতে পছন্দ করেন সানিয়া। তবে তার গানের মূল হলো ক্লাসিক্যাল। ফলে সব ধরনের গানে সে স্বচ্ছন্দময়। তার মৌলিক গানের ৬টি মিউজিক ভিডিও বিভিন্ন টিভি চ্যানেলে ও ইউটিউবে নিয়মিত প্রচার হচ্ছে। দর্শকদের ভালোবাসা প্রতিনিয়ত সিক্ত হচ্ছেন। সানিয়া রমা বলেন, ফেসবুকে বসলেই, অনেকেই গানের প্রশংসা করেন। নতুন গানের খবর নেন। বিষয়টা খুব এনজয় করি। গানের শ্রোতারা গান শুনেই উৎসাহ জোগান- এমন জীবনই আমি চেয়েছিলাম। তাদের উৎসাহই আমাকে শিল্পী হিসেবে গড়ে তুলছে। সানিয়ার গাওয়া দয়াময়, ভালোবাসার আলপনা, পাগল আমি, পাগল নাচ, ডাগর ডাগর চাহনি গানগুলো দর্শকদের কাছে বেশ সমাদৃত হয়েছে। এখনো স্টেজে গানগুলো গাইলে দর্শক-শ্রেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন। এই সময়ের অনেক সংগীত পরিচালকের গানে সানিয়া কণ্ঠ দিয়েছেন, তারমধ্যে সুমন কল্যাণ, সূচী সামস, মহিদুল ইসলাম মন, সোহেল রাজ উল্লেখযোগ্য। এখন দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে ব্যস্ত রয়েছেন। এরইমধ্যে ৬টি গানের রেকর্ডিং শেষ হয়েছে। সামনের ঈদে হয়তো অ্যালবামটি প্রকাশ করবেন। তাছাড়া প্লেব্যাকের জন্যও প্রস্তুতি নিচ্ছেন। গান গাওয়ার পাশাপাশি সানিয়া এখনো তালিম নিচ্ছেন ওস্তাদ সনজীব দে’র কাছে। সঙ্গীতে নিজের অবস্থান স্থায়ী করার জন্য গান নিয়েই তার জীবনের সাধনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।