Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবির ৮ ইউনিয়ন আওয়ামী লীগে ৬ বিএনপির ৩ বিদ্রোহী মাঠে

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
সারাদেশে তৃতীয় ধাপের নির্বাচনের অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮ ইউনিয়নে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আ.লীগ ও বিএনপি মনোনীত ৮ জন করে ১৬ জন ছাড়াও আ.লীগের ৬ জন ও বিএনপির ৩ জন বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র নামীয় জামায়াতের ৩ জন, স্বতন্ত্র, জাসদ ও জাতীয় পার্টির ১ জন করে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ৯৯ জন, সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং বাগজানা ইউনিয়নে আ.লীগের প্রার্থী ইউনুছ আলী (নৌকা), বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ (মোটরসাইকেল), বিএনপির প্রার্থী নাজমুল হক (ধানের শীষ), বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বাবুল (আনারস), ও স্বতন্ত্র নামীয় জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম (ঘোড়া), সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন। ২নং ধরন্জী ইউনিয়নে আ.লীগের প্রার্থী গোলাম মোস্তফা (নৌকা), বিদ্রোহী প্রার্থী মজনুর রহমান (আনারস), বিএনপির প্রার্থী আবু নছর চৌধুরী ফরহাদ (ধানের শীষ), বিদ্রোহী প্রার্থী মাফিজুল সরকার (চশমা) এবং স্বতন্ত্র নামীয় জামায়াত প্রার্থী আলাউদ্দিন ম-ল (মোটরসাইকেল), সংরক্ষিত মহিলা আসনে ১২ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন। ৩নং আয়মা রসুলপুর ইউনিয়নে আ.লীগের প্রার্থী জাহিদুল আলম বেনু (নৌকা) ও বিএনপির প্রার্থী নূরুল আমিন ম-ল নওশাদ (ধানের শীষ), সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন। ৪নং বালিঘাটা ইউনিয়নে আ.লীগের প্রার্থী নুরুজ্জামান চৌধুরী বিপ্লব (নৌকা), বিদ্রোহী প্রার্থী আবু তালেব চৌধুরী বাবু (আনারস) ও বিএনপির প্রার্থী সাইদুর রহমান (ধানের শীষ), সংরক্ষিত মহিলা আসনে ১২ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন। ৫নং আটাপুর ইউনিয়নে আ.লীগের প্রার্থী আব্বাস আলী (নৌকা), বিএনপির প্রার্থী নওশাদ আলী (ধানেরশীষ), বিদ্রোহী প্রার্থী আসম সামছুল আরেফিন আবু চৌধুরী (আনারস) ও জাসদের প্রার্থী হাসান আলী (মশাল), সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন। ৬নং মোহাম্মদপুর ইউনিয়নে আ.লীগের প্রার্থী হবিবর রহমান (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী (আনারস), বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম রাব্বু (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী আইয়ুব আলী (মোটরসাইকেল) ও স্বতন্ত্রপ্রার্থী আলতাব হোসেন (চশমা), সংরক্ষিত মহিলা আসনে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন, ৭নং কুসুম্বা ইউনিয়নে আ.লীগের প্রার্থী জিহাদ ম-ল (নৌকা), বিদ্রোহী প্রার্থী মুক্তার হোসেন ম-ল (আনারস) ও বিএনপির প্রার্র্থী শাহিদা খানম (ধানের শীষ), সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন। ৮নং আওলাই ইউনিয়নে আ.লীগের প্রার্থী একরামুল হক চৌধুরী তৌহিদ (নৌকা), বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম তৌফিক (মোটরসাইকেল), বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক ম-ল (ধানের শীষ) ও স্বতন্ত্র নামীয় জামায়াত প্রার্থী আজিজুল হক (আনারস), সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আয়মারসুলপুর ও আওলাই ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ জন করে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে এই ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। অত্র উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি কেন্দ্রের ৭০৩টি বুথের মাধ্যমে এক লাখ ৬০ হাজার ৮৯ জন ভোটার তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিবেন। পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, মোট ৭২টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮টি অধিক ঝুঁকিপূর্ণ, ১৩টি সাধারণ ও ঝুঁকিপূর্ণ ২১টি কেন্দ্র রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচবিবির ৮ ইউনিয়ন আওয়ামী লীগে ৬ বিএনপির ৩ বিদ্রোহী মাঠে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ