পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কোরবানির ঈদকে সামনে রেখে যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিঃ ক্রেতাদের জন্য ‘যমুনার ঈদ ধামাকা অফার’ নামে এক কনজিউমার অফার চালু করেছে। অফারটি ৩১ আগস্ট শেষ হবে। অফারটি কোম্পানির নিজস্ব শো-রুম প্লাজা যমুনাসহ দেশব্যাপী সকল অনুমোদিত ডিলার এবং রিটেইলার শো-রুমে চালু আছে। এই অফারটি মোবাইল অ্যাপস্ দ্বারা পরিচালিত। একজন ক্রেতা সর্বনি¤œ ১০ হাজার টাকা মূল্যের পণ্য ক্রয়ের মাধ্যমে এই অফারে অংশগ্রহণ করতে পারবেন এবং নিশ্চিত ইনসট্যান্ট ক্যাশব্যাকসহ ফ্ল্যাট, গাড়ি ও স্বর্ণালংকার পাওয়ার সূযোগ থাকবে। এছাড়াও থাকছে টিভি, ফ্রিজ, এসি মোটরবাইকসহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এর পাশাপাশি ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ ৫০টি দেশে ঘুরে আসার সুবর্ণ সুযোগ। এই প্রথম বারের মতো একমাত্র যমুনা রেফ্রিজারেটরেই ২০ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এ প্রসংগে যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর বিক্রয় বিভাগের প্রধান হেড অব বিজনেস জানান, ফ্রিজ মানুষের জীবনে একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে কথা মাথায় রেখে আন্তর্জাতিক মান নিশ্চিত করেই আমরা যমুনা রেফ্রিজারেটর বাজারজাত করছি। যাতে করে ক্রেতাদের ভোগান্তি ও প্রতারনার শিকার হতে না হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।