Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ার ৫ ইউনিয়ন -চেয়ারম্যানসহ ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা
ছাগলনাইয়ায় ৫টি ইউনিয়নে যাচাই-বাছাই শেষে একক প্রার্থী থাকায় পাঠাননগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েলকে চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ১১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের মধ্যে গত মঙ্গলবার নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলার ৪টি ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী ঘোপাল ইউনিয়নে আজিজুল হক মানিক, মহামায়া ইউনিয়নে গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, রাধানগর ইউনিয়নে মোশারফ হোসেন ও শুভপুর ইউনিয়নে মো. আবদুল্লাহ সেলিমকে (নৌকা) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে, মহামায়া ইউনিয়নে ফজলুল করিম লিটন, রাধানগর ইউনিয়নে রবিউল হক চৌধুরী মাহবুব, শুভপুর ইউনিয়নে কামাল উদ্দিন এবং ঘোপাল ইউনিয়নে আবদুর রহিম পাটোয়ারীকে (ধানের শীষ) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জামায়াত সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহামায়ায় মো. ইলিয়াছ (চশমা) ও শুভপুরে মহি উদ্দিন সেলিম (আনারস) প্রতীক বরাদ্দ পেয়েছেন। জাসদের প্রার্থী মহামায়ায় আবুল কালাম আজাদ, ঘোপালে সাইফুল ইসলাম, শুভপুরে জসীম উদ্দিনকে (মশাল) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জাতীয় পার্টি থেকে একমাত্র প্রার্থী আবু জাফর খন্দকারকে (লাঙ্গল) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এনপিপির প্রার্থী খালেদ বিন ইসলাম (আম) প্রতীক বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহামায়া ইউনিয়নে মুন্সী আবুল কাসেম (আনারস) ঘোপালে আজিজুল হক (আনারস) ও মো. মোমিনুল হক (রজনী গন্ধা) ও রাধানগরে সাইফুল ইসলাম (আনারস) প্রতীক বরাদ্দ পেয়েছেন। একক প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন- পাঠানগর ইউনিয়নে সংরক্ষিত তিনটি সদস্য পদে শাহানা আক্তার, হাছিনা আক্তার ও বুল বুল বেগম। শুভপুরে সংরক্ষিত সদস্য পদে নাজমা আক্তার ও মনোয়ারা বেগম। সাধারণ সদস্য পদে আজিজুর রহমান ও ফজলুল রহমান। ঘোপালে সাধারণ সদস্য পদে মোশারফ হোসেন চৌধুরী। রাধানগরে সংরক্ষিত সদস্য পদে রাহেলা আক্তার ও সাধারণ সদস্য পদে আবু তাহের। আগামী ৭ মে শনিবার ছাগলনাইয়া উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাগলনাইয়ার ৫ ইউনিয়ন -চেয়ারম্যানসহ ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ