Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাইদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর আলম। জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের আজিজল হক সরদারের পুত্র সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী চন্দ্রপাড়া গ্রামের আজিতের ভিটায় অগভীর নলকূপ বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। উত্তোলন করা এসব বালু তিনি বাণিজ্যিকভাবে বিক্রি করছিলেন। বিষয়টি নিয়ে ইউনিয়ন সহকারী তহশিলদার একাধিকবার যোগাযোগ করলেও তিনি বালু উত্তোলন বন্ধ করেননি। ফলে গতকাল সোমবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে আটক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ