Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুরে আ.লীগের আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা : কেশবপুর উপজেলার ত্রিমোহিনী, বিদ্যানন্দকাটি, নবগঠিত সাতবাড়িয়া ও হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে গত দু’দিন ধরে মিছিল, মিটিং, সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। গত রোববার কয়েক হাজার নেতাকর্মী দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলসহ কেশবপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইকগাছা-ঢাকা আঞ্চলিক সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। গত শনিবার কেশবপুর উপজেলা সভাপতি এসএম রুহুল আমিন ও সধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা স্বক্ষরিত কমিটিতে আব্দুল মান্নানকে আহবায়ক করে ত্রিমোহিনী ইউনিয়ন কমিটি গঠিত হয়। আবুল কাশেমকে আহবায়ক করে বিদ্যানন্দকাটি ইউনিয়ন, মশিয়ার রহমান দফাদারকে আহবায়ক করে সাতবাড়িয়া ও শহিদুজ্জামান শাহিনকে আহবায়ক করে হাসানপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামী লীগের কোন সভা ছাড়া এ কমিটি গঠন করায় বিক্ষুব্ধ হয়ে উঠে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ। রাতেই হাসানপুর, ভ-ারখোলা ও সাতবাড়িয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত রোববার বিকেলের মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপনকুমার ঘোষ মন্টু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবাভৌমিক, সদ্য নির্বাচিত মেয়র রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ। মিছিল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন বলেন, আমি শুধু বলব এটা অনাকাক্সিক্ষত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেশবপুরে আ.লীগের আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ