রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা : কেশবপুর উপজেলার ত্রিমোহিনী, বিদ্যানন্দকাটি, নবগঠিত সাতবাড়িয়া ও হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে গত দু’দিন ধরে মিছিল, মিটিং, সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। গত রোববার কয়েক হাজার নেতাকর্মী দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলসহ কেশবপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইকগাছা-ঢাকা আঞ্চলিক সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। গত শনিবার কেশবপুর উপজেলা সভাপতি এসএম রুহুল আমিন ও সধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা স্বক্ষরিত কমিটিতে আব্দুল মান্নানকে আহবায়ক করে ত্রিমোহিনী ইউনিয়ন কমিটি গঠিত হয়। আবুল কাশেমকে আহবায়ক করে বিদ্যানন্দকাটি ইউনিয়ন, মশিয়ার রহমান দফাদারকে আহবায়ক করে সাতবাড়িয়া ও শহিদুজ্জামান শাহিনকে আহবায়ক করে হাসানপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামী লীগের কোন সভা ছাড়া এ কমিটি গঠন করায় বিক্ষুব্ধ হয়ে উঠে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ। রাতেই হাসানপুর, ভ-ারখোলা ও সাতবাড়িয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত রোববার বিকেলের মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপনকুমার ঘোষ মন্টু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবাভৌমিক, সদ্য নির্বাচিত মেয়র রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ। মিছিল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন বলেন, আমি শুধু বলব এটা অনাকাক্সিক্ষত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।