Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিজভীর কথায় গাইলেন রাকিব ও ফারাবী

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ঈদ উপলক্ষে স¤প্রতি সিডি চয়েস মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে রাকিব মোসাব্বির ও ফারাবী ইসলামের দ্বৈত গান ‘ভুলে থাকিস কেমনে’। রেজাউর রহমান রিজভীর কথায় গানটির সুর-সংগীত করেছেন রাকিব মোসাব্বির। রাকিব মোসাব্বির বলেন, রিজভী ভাইয়ের কথায় প্রায় দেড় ডজনের উপরে গানের কাজ করেছি। আর ফারাবীও আমার সুর-সংগীতে এর আগেও গান করেছে। তবে তিনজনের একসঙ্গে করা কোন গানের কাজ এটিই প্রথম। আশা করছি, গানটি সকলের কাছে ভালো লাগবে। ফারাবী ইসলাম বলেন, গানটি খুব মিষ্টি রোমান্টিক। প্রকাশের পর থেকে শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। রিজভী বলেন, রাকিব ও ফারাবী দুজনেই আমার প্রিয় শিল্পী। তাদের সঙ্গে আগেও আলাদা ভাবে গানের কাজ হয়েছে। তবে তিনজনের একসঙ্গে কাজ হলো এবারই প্রথম। ঈদের অসংখ্য গানের ভীড়ে এ গানটিও শ্রোতাদের অন্যতম পছন্দের তালিকায় থাকবে বলে আমার বিশ্বাস। প্রসঙ্গত, সিডি চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাকিব ও ফারাবী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ