Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার ছাত্রদের কৃতিত্ব

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার ৩ ছাত্র কৃতিত্ব অর্জন করেছে। তারা হলো- ‘ক’ গ্রæপে তৃতীয় হয়েছে মোঃ ফাহাদ। ‘খ’ গ্রæপে ১ম মোঃ নাজিম উদ্দিন জিয়াদ এবং ২য় স্থান করেছে মোঃ তামীম।
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬ আগষ্ট দুপুরে ইফা কক্সবাজার জেলা কার্যালয়ে আয়োজিত সভায় তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এ সময় ইফার উপপরিচালক ফাহমিদা বেগম, সহকারী পরিচালক মোঃ সরওয়ার আকবর উপস্থিত ছিলেন। কক্সবাজারে বিজয়ী এই তিন মেধাবী মুখ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। সেখানে উত্তীর্ণ হলে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। কৃতিত্ব অর্জনকারী ৩ ছাত্রকে অভিনন্দন জানিয়েছেন দারুল আরক্বমের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজি। তিনি প্রতিষ্ঠানের উন্নতি সমৃদ্ধির জন্য সবার দোয়া চেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদের কৃতিত্ব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ