Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে ৯৬ হাজার গরু ছাগল বিক্রির জন্য প্রস্তুত

ঝিনাইদহ থেকে মোস্তফা মাজেদ : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

শেষ মুহুর্তে জমে উঠেছে ঝিনাইদহের ২৭ টি কোরবানীর পশু হাট। ভাল দামে কষ্টে লালিত গরু বিক্রি করতে হাটে ভীড় করছেন বিক্রেতারা। তেমনি পছন্দের গরু কিনতে আগ্রহের কমতি নেই ক্রেতাদের। গেল সপ্তায় গরুর বাজার কম থাকলেও এখন চড়া। এদিকে জেলার ৬ উপজেলায় ৯৬ হাজার গরু ছাগল বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝিনাইদহ পৌরপশুহাট, জেলার ভাটই, শৈলকূপা, খালিশপুর, টিকারী বাজার, হাটগোপালপুর, বৈডাঙ্গা, নগরবাথান, নারিকেলবাড়িয়া, বারোবাজার, হরিণাকুন্ড, গোয়ালপাড়া, খালিশপুর, গান্না, কালীগঞ্জ ও বাজারগোপালপুর গো-বাজারগুলোই সবচেয়ে বড় পশুর হাট। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মৌসুমী ব্যবসায়ীদের ভিড়ে জমজমাট এ পশু হাটগুলো। ছোট ও মাঝারি সাইজের গরুর সরবরাহই বেশী। ৪০ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যেই মিলবে পছন্দের গরু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু ছাগল বিক্রি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ