Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার গজলের অনুষ্ঠান উপস্থাপনায় মেসবাহ্ আহমেদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৭ এএম

দেশের বিশিষ্ট গজল শিল্পী মেসবাহ্ আহমদে দীর্ঘ ২৭ বছর ধরে গজল পরিবেশন করে আসছেন। এবারের ঈদে মেসবাহ্ আহমেদ তার গজল পরিবেশনের পাশাপাশি উপস্থাপনাও করবেন একুশে টিভির পর্দায়। একুশে টিভিতে আগামী ঈদে টানা সাতদিন মেসবাহ্ আহমেদ’র উপস্থাপনায় প্রতিদিন সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত প্রচার হবে ‘গজল ফর এভার’র অনুষ্ঠানটি। অনুষ্ঠানে গজল নিয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তার কথোপকথন থাকবে। আমন্ত্রিত অতিথিরা শ্রোতা দর্শকের জন্য গজল পরিবেশন করবেন। মেসবাহ্ আহমেদ’র আমন্ত্রণে সাতদিন গজল পরিবেশন করবেন সালাহ উদ্দিন আহমেদ, ইয়াসমিন মুশতারি, সানী জুবায়ের, মোঃ মোয়েব, আলিফ লায়লা, আরিফুল ইসলাম মিঠু ও শেখ জসীম। প্রথমমবারের মতো উপস্থাপনা প্রসঙ্গে মেসবাহ্ আহমেদ বলেন, ‘যেহেতু আমি দীর্ঘদিন ধরে গজল পরিবেশন করে আসছি, তাই একুশে টিভি কর্তৃপক্ষ আমার এই গজল সাধনার প্রতি শ্রদ্ধা রেখে গজল ফর এভার’র উপস্থাপনার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমি সম্মানিত বোধ করেছি। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে গজল বিষয়ে প্রাসঙ্গিক অনেক আলোচনাও করেছি। সবমিলিয়ে সাতটি পর্ব’তেই আমার অনেক ভালোলাগা ছিলো। দর্শকেরও অনেক ভালো লাগবে আশা করছি।’ মেসবাহ্ আহমেদ দীর্ঘদিন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং ওস্তাদ মাসকুর আলী খানের কাছে সঙ্গীতে তালিম নিয়েছেন। আগামী ঈদে তার বিখ্যাত গান ‘আবার দেখা হলে’ কৌশিক হোসেন তাপসের রিকম্পোজিসনে গান বাংলা চ্যানেলে প্রচার হবে ‘উই অব চেঞ্জ-৪’-এ। মেসবাহ্ আহমেদ’র প্রথম একক অ্যালবাম ‘আবার দেখা হলে’ ২০০১ সালে এবং দ্বিতীয় একক ‘৫২ দিনের সংসার’ ২০০২ সালে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়। আগামী ৭ সেপ্টেম্বর রেডিসন’র বলরুমে তার একক গজল সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী অক্টোবরে তিনি মালয়েশিয়াতে সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া দীপ্ত টিভি’সহ বিভিন্ন চ্যানেলে ঈদে তাকে সঙ্গীত পরিবেশন করতে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গজলের অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ