Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে একদিকে আনন্দ-উল্লাস অন্যদিকে চাপা ক্ষোভ

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীদের আনন্দ আর অপর অংশের নেতাকর্মীদের মধ্যে বইছে চাপা ক্ষোভ। এদের মধ্যে বেশির ভাগ নেতাকর্মী হচ্ছে তৃণমূলের। সাম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহত্তর ফরিদপুরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভানেত্রী শামা ওবায়েদকে। এ খবর পেয়ে ফরিদপুরের বিএনপির একাংশ আনন্দ-উল্লাস ও মিছিল-মিটিং করেছে। কিন্তু অন্যদিকে ফরিদপুরের তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি একজন পরীক্ষিত নেতাকে এ মহান দায়িত্বটি দেওয়া উচিত ছিল। একমাত্র রোড লেভেলের নেতারাই তৃণমূল নেতাকর্মীদের দু:খকষ্ট বোঝেন। শামা ওবায়েদ তো রোড লেভেলের নেতা নয়। তবে আমরা তাকে খারাপ বলছি না। তিনি নগরকান্দার মতো নিজ এলাকাকে সামাল দিতে পারছে না। এতবড় দায়িত্ব কিভাবে পালন করবে। তারা আরো বলেন, রাজনীতির মাঠে শামা ওবায়েদ একজন নবীণ নেতা। এ প্রসঙ্গে ফরিদপুর জিয়া পরিষদের সভাপতি বিশিষ্ট কলম লেখক অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান বলেন, শামা ওবায়েদ রাজনীতিতে নবীন। একজন প্রবীণ রাজনীতিক নেতাকে এ দায়িত্ব দিলে আরো ভালো হতো। তিনি আরো বলেন, ফরিদপুরের বিএনপির রাজনীতিতে চৌধুরী কামাল ইবনে ইউসুফের অবদান অফুরন্ত। আমরা চৌধুরী কামাল ইবনে ইউসুফকে স্থায়ী কমিটিতে দেখতে চাই।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুরে একদিকে আনন্দ-উল্লাস অন্যদিকে চাপা ক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ