বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নির্যাতনকারী শিক্ষক জাওশেদ আলমের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান। গতকাল মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে ফোরামের নেতৃদ্বয় বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নাকের ডগায় সরকারি পরিপত্র অমান্য করে গত ১৩ এপ্রিল উদয়ন স্কুলের শিক্ষক নামের কলঙ্ক জাওশেদ আলম কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্রকে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করেছে যা শাস্তিযোগ্য অপরাধ। অথচ স্কুল কর্তৃপক্ষ গত ৭ দিনের মধ্যেও ঐ বর্বর শিক্ষকের বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, যা আমাদের বোধগম্য নয়। আগামী ৩ দিনের মধ্যে ঐ শিক্ষককে অপসারণ করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় অভিভাবক ফোরাম দুর্বার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। নেতৃদ্বয় ছাত্র নির্যাতনকারী ঐ শিক্ষককে রক্ষা করার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভিকারুন্নেছা নূন স্কুলের শিক্ষক নামের কলঙ্ক পরিমল জয় ধরের বিরুদ্ধে যেভাবে-২০১০ সালে আন্দোলন রচনা করা হয়েছিল ঠিক একইভাবে আন্দোলনের মাধ্যমে স্কুলের অধ্যক্ষসহ অন্যদের অপসারণ করতে বাধ্য করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।