রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন জানান উপাচার্য অধ্যাপক ড.মো. আলী আকবর। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় উপাচার্য জানান, রাষ্ট্রপতির সময় দেয়া সাপেক্ষে আগামী ২৩ ফেব্রুয়ারি বাকৃবির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন উপলক্ষে সকল প্রকার প্রস্তুতি নেয়া হচ্ছে। মতবিনিময় সভায় জানানো হয়, সমাবর্তনে ¯œাতক (জানুয়ারি-জুন/২০১৩ থেকে জানুয়ারি-জুন/২০১৪)-এর ১ হাজার ৯ শত ১৯ জন, এম.এস. (জানুয়ারি-জুন/২০১৪)-এর ২ হাজার ৮ শত ৫১ জন এবং পি.এইচ.ডি. (২০১১ থেকে ২০১৪) এর ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। এ ছাড়া ৬ষ্ঠ সমাবর্তনের পর থেকে যাদের সনদ প্রদান করা হয়নি এমন ৪ হাজার ৮ শত ৮ জন শিক্ষার্থীকে মূল সনদ প্রদান করা হবে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ছাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন, এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) ফারুক আহম্মদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী প্রমুখ। এদিকে ২০১৫ সালে পাশকৃত শিক্ষার্থীদেরকে ৭ম সমাবর্তনে অন্তর্ভূক্ত না করায় চাপা ক্ষোভ বিরাজ করছিল ২০১০-১১ সেশনের শিক্ষার্থীদের মাঝে। ওই ব্যাচের শিক্ষার্থীদের অন্তর্র্ভূক্ত করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য জানান, ওই ব্যাচের কথা মাথায় রেখে ২০১৭ সালেই আরেকটি সমাবর্তনের উদ্যোগ নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।