পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতির সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমসের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নূর হোসেন সাজ্জাদের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে লাঞ্চনা করেছে হলশাখা ছাত্রলীগের নেতারা। এ ঘটনায় সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের বহিস্কৃত সাবেক সভাপতি মেহেদী হাসানকে হল ত্যাগের নির্দেশ এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দ্রুব রায়হান ওরফে রণিকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান ২০১১ সালে মাস্টার্স শেষ করলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলে থাকছেন।
সাজ্জাদ অভিযোগে জানান, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ছাত্রলীগের দুইপক্ষের হাতাহাতির ঘটনা নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস একটি সংবাদ প্রচার করে। এ ঘটনায় সন্ধ্যা ৬টার দিকে সলিমুল্লাহ মুসলিম হলের তার নিজ কক্ষে (৬৩ নম্বর) আসেন হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দ্রুব রায়হান ওরফে রনি। রনি তাকে বলে, ‘মেহেদী ভাই তোকে ডেকে পাঠিয়েছে। তুই আমার সাথে চল। ভাই তোকে ডাকছে।’ সাজ্জাদ আরও জানান, তিনি যেতে অস্বীকৃতি জানালে রায়হান তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং তার শার্টের কলার ধরে জোর করে টেনে কক্ষের বাইরে বের করে নিয়ে আসে। পরে ঘটনাস্থলে উপস্থিত মানবজমিন পত্রিকার মিসবাহ ও ভোরের ডাক পত্রিকার তৌহিদ জামান নামে দুই সাংবাদিক রনিকে নিভৃত করার চেষ্টা করে ব্যর্থ হন।
পরবর্তীতে রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বিষয়টি ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নের্তৃবৃন্দকে অবহিত করেন। পরে কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সমিতির সদস্যদের সঙ্গে সাক্ষাত করে ঘটনার জন্য দুঃখ প্রকাশসহ দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন। দুই নেতা সাংবাদিকদের বলেন, ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাঙ্খিত। সাংবাদিকরা আমাদের বন্ধু। তারা আমাদের শত্রু নয়। ভবিষ্যতে এই ধরণের ঘটনা ঘটবে না বলে তারা নেতাদের আশ্বস্ত করেন।
সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ইতোপূর্বে বিভিন্ন সময়ে নানা অপকর্মের কারণে মেহেদী হাসানকে আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। তার অপকর্মের দায় ছাত্রলীগ নিতে পারে না। এছাড়া দু-একদিনের মধ্যে মেহেদীকে হল ছাড়ার বিষয়ে ব্যবস্থা গ্রহনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবেন। উল্লেখ্য, গতকালও মেহেদী হাসান ও দ্রুব রায়হানকে এসএম হলে দেখা গেছে বলে কয়েকজন শিক্ষার্থী জানান। এ বিষয়ে কথা বলতে হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসানের মোবাইলে করলে তিনি রিসিভ করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।