Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন কোনও ফিল্ম দর্শক টানতে পারেনি

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

গত শুক্রবার বলিউডের ‘পেইজ সিক্সটিন’, ‘পাখি’, ‘লাশতাম পাশতাম’, ‘বিশ্বরূপ টু’, ‘রেডরাম– আ লাভ স্টোরি’, ‘অটল ফায়সলা’ এবং ‘হিল ভিউ ভিলা’ ফিল্মগুলো মুক্তি পাবার কথা ছিল। তবে শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে বলিউডের ‘পেইজ সিক্সটিন’, ‘লাশতাম পাশতাম’, ‘বিশ্বরূপ টু’এবং ‘অটল ফায়সলা’। এর মধ্যে কিছুটা আলোচনায় এসেছে ‘বিশ্বরূপ টু’ এবং ‘লাশতাম পাশতাম’। কমল হাসান পরিচালিত অ্যাকশন ফিল্ম ‘বিশ্বরূপ টু’তে অভিনয় করেছেন কমল হাসান, রাহুল বোস, পূজা কুমার এবং আন্দ্রেয়া জেরেমিয়া। এটি তামিল ফিল্মের হিন্দি ডাব করা সংস্করণ। এর আগের পর্বটি সামগ্রিকভাবে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছিল। এটি মাত্র ১.৫ কোটি রুপ আয় দিয়ে শুরু করে সপ্তাহান্ত পর্যন্ত ৫ কোটি রুপি আয় করেছে। ফিল্মটির জটিল নন-লিনিয়ার কাহিনীই এই ব্যর্থতার জন্য দায়ী। মানব ভাল­া পরিচালিত প্যাট্রিয়টিক ড্রামা ‘লাশতাম পাশতাম’-এ অভিনয় করেছেন বিভব রায়, ইশিতা দত্ত এবং তিসকা চোপড়া। প্রথমত মুক্তির আগে ফিল্মটি সংবাদ মাধ্যমে খুব বেশি প্রচার পায়নি, দ্বিতীয়ত এটির প্রচার ছিল অপ্রতুল। এক কোটি রুপির কম আয় দিয়ে যাত্রা শুরু করে সপ্তাহান্ত পর্যন্ত এর আর ৩ কোটি রুপির কম। আগের সপ্তাহের ‘কারোয়ান’-এর সর্বশেষ আয় ১৪. ৪ কোটি রুপি। ‘মুল্ক’-এর আয় ১৪.২৫ কোটি রুপি এবং ‘ফান্নে খান’-এর আয় পড়ে গিয়ে দাঁড়িয়েছে ৯.৩৫ কোটি রুপিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল্ম দর্শক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ