বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়িতে ৩৯ লাখ টাকা মূল্যের বিক্রয়নিষিদ্ধ সেগুণ কাঠ জব্দ করেছে বজিবি। মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেল পৌনে চারটায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল বাঁকখালী নদী থেকে এসব সেগুন কাঠ জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার সামিউল ইসলাম।
সংঘবদ্ধ চোরাকারবারিরা দোছড়ি ইউনিয়ন থেকে বাঁকখালী নদী পথে কাঠগুলো গন্তব্যে নেওয়ার চেষ্টাকালে এগুলো জব্দ করা হয় বলে জানান সুবেদার সামিউল। জব্দকৃত সেগুন কাঠের মূল্য ৩৯ লাখ টাকা বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আসাদুজ্জামান বলেন, জব্দকৃত কাঠগুলো বন বিভাগের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।