Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাত্র ৪টি টায়ারের জন্য!

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

মাত্র ৪টি টায়ারের জন্য দীর্ঘ প্রায় ২ মাস যাবত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।
গত ১১ জুন থেকে অ্যাম্বুলেন্সটির ৪ টি টায়ারের অভাবে গ্যারেজ বন্দি হয়ে পড়ে রয়েছে। ফলে মুমূর্ষু রোগীদের জেলা হাসপাতাল সহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে রেন্ট-এ-কারের মাইক্রোবাসে রোগী পরিবহন করতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইফুর রহমান খান জানান, নতুন এ অ্যাম্বুলেন্সটির রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বরাবর আবেদন করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে অ্যাম্বুলেন্সটির রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এদিকে রেজিস্ট্রেশন না থাকায় বিআরটিএ অনুমোদন পাওয়া যাচ্ছে না। টায়ার ক্রয় করতে হলে গাড়ির রেজিস্ট্রেশন প্রয়োজন। তবে আমরা স্থানীয়ভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় টায়ার গুলো ক্রয়ের চেষ্টা করে যাচ্ছি। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসন কে অবহিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টায়ারের জন্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ