Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসআইয়ের বার্ষিক বিজ্ঞানমেলা

বিশেষ সংবাদদাত : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন (বিএসআই) এর বার্ষিক বিজ্ঞান মেলা-২০১৮ গতকাল সোমবার বারিধারা ডিওএইচএস স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ মোজাম্মেল হক কমান্ড্যান্ট সেন্ট্রাল অর্ডন্যান্স ডিপো (সিওডি) ঢাকা সেনানিবাস, চেয়্যারম্যান, গভর্ণিং বডি, বিএসআই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএসআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজা তাহের। সম্মানিত প্রধান অতিথি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ মেলায় প্রদর্শিত সবগুলো প্রজেক্ট ঘুরে দেখেন এবং বিজ্ঞানমনা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে তাদের বিজ্ঞানভিত্তিক, সৃষ্টিধর্মী প্রতিভা এবং চিন্তাচেতনার প্রশংসা করেন। এ ছাড়াও সম্মানিত অভিভাবক ও অতিথিবৃন্দ এ মেলা ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন এবং বিএসআই বিজ্ঞান মেলায় প্রদর্শিত প্রজেক্ট সমুহের গুণগত মানের অধিক প্রশংসা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞানমেলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ