Inqilab Logo

রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

লালমাই পাহাড়ে শিক্ষার আলো

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : শিক্ষার গুণগতমানের বিতর্ক অব্যাহত রেখেও বাংলাদেশ ও জাপান যৌথ উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ লালমাই পাহাড়ে রতনপুর পাহাড়ী এলাকায় মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুল সম্প্রতি উদ্বোধন করেন জাপানের ওনেসি এবং মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুলের উদ্যোগতা তারিকুল ইসলাম মজুমদার। কুমিল্লা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে লালমাই পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে পাহাড়ে মাঝখানে রতনপুর গ্রামে ৪০শতক জায়গায় এই স্কুল করা হয়। এই স্কুলের ১ জন প্রধান শিক্ষকসহ দুই সহকারী শিক্ষক রয়েছে। এ বছর থেকে প্রথম শ্রেণী চালু করা হয়ে ২০ জন ছাত্র-ছাত্রী দিয়ে। আগামী বছর থেকে দ্বিতীয় শ্রেণী ভর্তিসহ আরো শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা যায়। এই স্কুলটি বছরে ৬ মাস পর পর পরিদর্শনে আসবে জাপানীরা। সর্ম্পূণ বিনা পয়সা গরীব ছাত্র-ছাত্রীরা এখানে লেখাপড়ার সুযোগ পাবে জানান বিদ্যালয়ে উদ্যোগতারা। মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুলের উদ্যোগতা তারিকুল ইসলাম মজুমদার জানান, লালমাই পাহাড়ারে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে জাপান এবং বাংলাদেশ যৌথভাবে সর্ম্পূণ বিনা খরচে গরিব ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করার জন্য আমি ৪০শতক জায়গায় দেই। তিনি বলেন, জাপানীরা বছরে দুই বার এসে স্কুলটি পরিদর্শন করে যাবে। এই জায়গায় আরো একটি ভোকেশনাল স্কুল করার পরিকল্পনা আছে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষা হচ্ছে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এজন্য আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যেনতেনভাবে শিক্ষা বিস্তার করা হলেই জাতি প্রকৃত শিক্ষিত হতে পারবে না। এজন্য অবশ্যই মানসম্পন্ন শিক্ষার দরকার। আগামীতে আমরা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পরবো, এতে কোনো সন্দেহ নেই। আমাদের শিক্ষা খাতে বিনিয়োগ আরো বাড়াতে হবে। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লালমাই পাহাড়ে শিক্ষার আলো

২৬ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ