পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপির বিরুদ্ধে নতুন কর্মসূচি শুরু করেছেন। ‘বিজেপি ভারত ছাড়ো’ নামে এ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সামিল হয়েছেন শাসক দলটির নেতা-কর্মী ও সমর্থকরা। কলকাতা ২৪।
ব্রিটিশদের বিরুদ্ধে ‘ভারত ছাড়ো’ আন্দোলন শুরু হয়েছিল ১৯৪২ সালের ৯ অগস্ট পরাধীন ভারতে। এবার অনেকটাই সেই কায়দাতেই বৃহস্পতিবার ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বারাকপুরে দলের ওই কর্মসূচি উপলক্ষে বেরিয়েছিল মিছিল। সেই মিছিলে দলের স্থানীয় নেতা-কর্মী-জন প্রতিনিধি-সমর্থকদের সঙ্গে পা মেলান বারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শীলভদ্র দত্ত। বৃহস্পতিবার বিকেলে টিটাগড় থানার সামনে থেকে শুরু হয় ওই মিছিল, শেষ হয় বারাকপুর চিড়িয়ামোড়ে।
নতুন কর্মসূচির সমর্থনে এ মিছিলে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি। তারা ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের পদত্যাগের দাবি করেন। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, ভারতের বিজেপি সরকার শুধু জাতিভেদ করছে, দাঙ্গা লাগাচ্ছে। তাই এই সরকারের পতনই এখন সময়ের দাবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।