Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২ শিক্ষার্থীর মুক্তির দাবিতে সংহতি সমাবেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে দু›টি মামলায় গ্রেফতার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর মুক্তির দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করে নিপীড়নবিরোধী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বেসরকারি ইউল্যাবের মাস্টার্সের শিক্ষার্থী সাঈদ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো ইউল্যাবও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে অংশ নিয়েছে। সেখানে শান্তিপূর্ণ আন্দোলনে হামলাও করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে আটকদের মুক্তি এবং হামলাকারীদের বিচার দাবি করছি।
স্ট্যামফোর্ডের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী স্বর্ণা বলেন, দেশে কোন গণতন্ত্র নেই। যার কারণে আমাদের বার বার রাস্তায় দাঁড়াতে হচ্ছে। এই শিক্ষার্থী আরও বলেন, অগণতান্ত্রিক অবস্থা বিরাজ করায় পুলিশের সঙ্গে একত্রিত হয়ে যারা সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা করলো তাদের বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ নিরপরাধ শিক্ষার্থীদের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডও নেওয়া হয়েছে। সংহতি সমাবেশে ‘আমার ভাই আটক কেন, প্রশাসন জবাব চাইসহ বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ