রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, ‘যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। আর তারই সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহা সড়ক ধরে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি গত রোববার সন্ধ্যায় নেত্রকোনার মগড়া নদীর উপর নির্মিত সেতুর উপর দিয়ে পথচারী ও যানবাহন চলাচল উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম বজলুল কাদের শাহ্জাহান, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক মৃনাল কান্তি রায় সজল, জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুল আলম হীরা, আওয়ামীলীগের উপদেষ্টা চন্দন সরকার, জেলা যুব মহিলা লীগের সভাপতি অনিতা নন্দী, সাধারণ সম্পাদক সৈয়দা সামছুন্নাহার বিউটী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুর রব গোলাম রব্বানী। পরে ব্রীজটি পথচারী ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।