পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুপ্রিম কোর্টে নজিরবিহীন কান্ড ঘটেছে। বিচার চলাকালে হঠাৎ করে লোডশেডিংয়ের কবলে পড়ে দেশের সর্বোচ্চ আদালত। এ সময়ে সব আদালত কক্ষে অন্ধকার নেমে আসে। গতকাল রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এসময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায় সুপ্রিম কোর্টে। আদালত কক্ষগুলোতে অন্ধকার নেমে আসে। আদালত কক্ষগুলোতে জ্বলে ওঠে বাতি। এর মধ্যেও বিচার কাজ চালিয়ে যেতে থাকেন বিচারপতিরা। আইনজীবীরাও আদালতে থেকে বিচার কার্যক্রম পর্যবেক্ষণ ও শুনানিতে অংশ নেন। হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাটের পর পরিস্থিতি স্বাভাবিক করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুনরায় বিদ্যুৎ ব্যবস্থা সচল করার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। ২২ মিনিট পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনজীবীরা বলছেন, দেশের সর্বোচ্চ আদালতে বিচার চলাকালীন ২২ মিনিট বিদ্যুৎ না থাকা নজিরবিহীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।