প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত তরুণ নির্মাতা আশরাফ শিশির সম্প্রতি নির্মাণ করলেন নতুন চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাবো’। গত বছর ডিসেম্বর থেকে এ বছরের মার্চ পর্যন্ত টানা ৪ মাস পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী ও হার্ডিঞ্জ ব্রিজের আশপাশের গ্রামে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। স¤পূর্ণ সাদাকালোয় নির্মিত সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে এমন এক জনপদ নিয়ে, যেখানে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার ভেতর দিয়ে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্যে কয়েকজন সাধারণ মানুষের সিনেমা নিয়ে বিপ্লবী হয়ে ওঠা এবং স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে। আশরাফ শিশির বলেন, তৃতীয় বিশ্বের ছোট্ট দেশে ছোট্ট শহরে আমাদের যে জীবন, তা ভীষণ সাদাকালো। আমরা যে স্বপ্নটুকু দেখি তা কিছুটা রঙ্গিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মূলত নিষ্পাপ, শুধুমাত্র পরিস্থিতি- পারিপার্শ্বিকতার কারণে তারা অনেক অন্যায় করতে বাধ্য হয়। সিনেমা বানানোর বিপ্লবের পাশাপাশি এখানে এমন এক নি®পাপ মানুষের গল্প রয়েছে, যে জীবনে একটি পিঁপড়াকেও হত্যা করেনি, অথচ সিনেমার শেষে সে একজন মানুষ খুন করে ফেলে এমন এক নারীর জন্য যাকে সে কোনদিনও দেখেনি। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, ইমরান ইমু, মাসুম আজিজ, কাবেরী রায় চৌধুরীসহ আরও অনেকে। উল্লেখ্য, আশরাফ শিশির সর্বশেষ নির্মাণ করেছিলেন গাড়িওয়ালা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।