Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটা আন্দোলন কলেজ-বিশ্ববিদ্যালয়ে সমাবেশ আজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, আন্দোলনে হামলাকারীদের বিচার ও কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে ছাত্র সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজ রোববার সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে সকাল ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে সামনে সমাবেশ পালিত হবে। এতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে স্বত:স্ফ‚র্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে হাসান আল মামুন বলেন, আমরা সরকারের কাছে ছাত্রদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাই। পাশাপাশি কোটার যৌক্তিক সংস্কার চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ