Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীকেন্দ্রিক চলচ্চিত্রে বিশ্বাস করেন না কাজল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বলিউড অভিনেত্রী কাজল জানিয়েছেন নারীকেন্দ্রিক চলচ্চিত্রে তার বিশ্বাস নেই, তবে ভাল চলচ্চিত্র এবং ভাল চিত্রনাট্যেই তার আস্থা। কাজল এখন তার আসন্ন চলচ্চিত্র ‘হেলিকপ্টার ইলা’র মুক্তির প্রতীক্ষায় আছেন। প্রদীপ সরকার পরিচালিত এবং ঋদ্ধি সেন আর নেহা ধুপিয়ার সহাভিনয়ে অজয় দেবগন প্রযোজিত ‘হেলিকপ্টার ইলা’র ট্রেইলার স¤প্রতি মুক্তি পেয়েছে। বিদ্যা বালান‘তুমহারি সুলু’এবং ‘কাহানি’ আর রানী মুখার্জি ‘হিচকি’এবং ‘মর্দানি’র মত নারীকেন্দ্রিক চলচ্চিত্রে অভিনয় করে সাফল্য পেয়েছেন। এই তথ্যের উদ্ধৃতি দিয়ে ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে কাজলকে এমন নারীকেন্দ্রিক চলচ্চিত্রে তার আগ্রহ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন : “আমি নারীকেন্দ্রিক চলচ্চিত্রে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ভাল চলচ্চিত্র ও ভাল চিত্রনাট্যে। আমি আমার সহকর্মীদের একই কথাই বলব হোক সে বিদ্যা বালান বা রানি মুখার্জি। আমার মনে হয় তারও ভাল চিত্রনাট্যে বিশ্বাস করে। আমি চলচ্চিত্রের সবটাই বা প্রাণ তাতে কিছু এসে যায় না, কী রকমের চলচ্চিত্রে আমি কাজ করছি সেটাই সবচেয়ে বড় কথা।” হেলিকপ্টার ইলা’তে কাজল এক বাতিকগ্রস্ত মায়ের ভূমিকায় অভিনয় করছেন যে সবসময় তার ছেলের প্রতিটি কাজে নজরদারি করে। এর কাহিনী প্রধানত আধুনিক সময়ে সন্তান লালন পালন নিয়ে। ‘হেলিকপ্টার ইলা’ ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারীকেন্দ্রিক চলচ্চিত্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ