Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

কক্সবাজারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ব্যাটালিয়ন হচ্ছে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ৪:৩৩ পিএম | আপডেট : ৪:৪৪ পিএম, ১১ আগস্ট, ২০১৮

মাদকপাচার প্রতিরোধ ও রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কক্সবাজারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি নতুন ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে।

প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে অতিরিক্ত প্রায় ১১ লাখ মানুষ কক্সবাজার এলাকায় এসে আশ্রয় নিয়েছে। সেখানে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে।

এ জন্যেই কক্সবাজারে আনসারের একটি নতুন ব্যাটালিয়ন মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‌্যাব থাকার পাশাপাশি কক্সবাজারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আলাদা করে একটি ব্যাটালিয়নের প্রয়োজন দেখা দেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ