Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের আন্দোলনে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিলো -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ৯:২৪ পিএম

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শুক্রবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার নবীনগর এলাকায় গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করতে এসে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসময় আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে কারা ছিলো সরকার তদন্ত করে দেখছে। তদন্তে যদি প্রমাণ হয় তারা নাশকতার সাথে জড়িত তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগ অফিসে পরপর দুই বার হামলা হয়েছে এই সব হামলা ছাত্রছাত্রীরা করে নাই এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে।
তিনি বলেন, কারা স্কুল ব্যাগ হাজার হাজার বানিয়েছে, ব্যাগের মধ্যে চাপাতিসহ অনেক অস্ত্র নিয়ে ঘুরেছে তাদের বিরুদ্ধে সরকার তদন্ত করে দেখছে।
আগামী কোরবানীর ঈদে রাস্তায় কোন সমস্যা হবে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, এবার ঈদ যাত্রা মানুষের স্বস্তি দায়ক হবে ও রাস্তার পাশে কোন পশুর হাট বসবে না। এছাড়া ঈদের আগে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে র‌্যাব সদস্যরা যানজট নিরসনে কাজ করবে।
মন্ত্রীর সাথে এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলো।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ