প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টেজ শো-এর পাশাপাশি দুই মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। সম্প্রতি দুই মেয়েকে নিয়ে ঘুরে এসেছেন দক্ষিণ কোরিয়ায়। আঁখি বলেন, কোরিয়া গিয়েছিলাম শো করতে। এবার সঙ্গে দুই কন্যাকে নিয়ে গিয়েছিলাম। শো এর পর আমরা তিনজন মিলে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছি। বিভিন্ন ঐতিহাসিক স্থানেও গিয়েছি। খুব ভালো একটি সময় পার করেছি। আসলে সব সময় এত ব্যসত্ থাকতে হয় যে, দুই মেয়েকে নিয়ে খুব বেশি ঘোরার সময় মিলে না। তাই এবারের সফরটাকে কাজে লাগালাম। এদিকে চলতি প্রজন্মের গায়ক স্বপ্নিল সজিবের সঙ্গে একটি দ্বৈত গান গেয়েছেন আঁখি। এর বাইরেও আরো কয়েকটি একক ও দ্বৈত গান নিয়ে খুব শিগগিরই হাজির হবেন তিনি। তিনি বলেন, আসলে নতুন ও ভিন্নধর্মী গান গাইতে ভালো লাগে। একটা চ্যালেঞ্জ থাকে তার ভেতর। তারই ধারাবাহিকতায় এবার কয়েকটি গানে কণ্ঠ দিলাম। এই প্রতিটি গানই শ্রোতাদের জন্য আমার পক্ষ থেকে নতুন চমক হিসেবে থাকবে। আমার বিশ্বাস গানগুলো ভালো লাগবে সবার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।