Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৫০০ গ্রাম স্বর্ণসহ আটক এক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ৪:২৮ পিএম

সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার ( ১০ আগষ্ট) দুপুর একটার দিকে ভোমরা স্থল বন্দর সংলগ্ন কাঁচা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক স্বর্ণ চোরাকারবারীর নাম আবু হুরায়রা (২২)। তিনি ভোমরা ইউনিয়নের লক্ষ্মিদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার শাহাজান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের একটি চালান অবৈধ পথে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার আশরাফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ভোমরা স্থল বন্দর সংলগ্ন কাঁচা বাজারের সামনে অভিযান চালায়। এসময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী আবু হুরায়রাকে আটককরা হয়। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ৫০০ গ্রামে হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণসহ আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ