রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা
জেলার রামগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ৮নম্বর করপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজিব ও দলের ত্যাগি, তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম বিভেদ। পাল্টাপাল্টি অভিযোগে এক প্রকার কোনঠাসা অবস্থায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক। গত রোববার বিকালে ৮নম্বর করপাড়া ইউনিয়নের শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দলের ত্যাগি ও সাধারণ নেতাকর্মীরা এক সাংবাদিক সম্মেলনে জানান, জননেত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনায় ৬ নেতাকর্মীর নামের তালিকা কেন্দ্রে পাঠানোর কথা থাকলেও ষড়যন্ত্র করে আমার স্বাক্ষর নকল করে তা কেন্দ্রে পাঠানো হয়। আমি একজন প্রার্থী ছিলাম, অথচ দলের সিনিয়র নেতাদের টাকা দিয়ে আমার মনোনয়ন বঞ্চিত করেছে। দলের ত্যাগি নেতাদের মতামতকে উপেক্ষা করে বিগত জাতীয় সংসদ নির্বাচনে যে বিএনপি জামায়াতের সাথে আঁতাত করে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করছে আমরা সে বেইমানের বিরুদ্ধে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর নবী খোকনকে (আনারস) এবার নির্বাচিত করবো। তারপর আমরা ঘরে ফিরবো। কারণ বর্তমান চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মজিব চেয়ারম্যান থাকা অবস্থায় দলের নেতাকর্মীদের কোন খোঁজ খবর নেয়নি। এমনকি দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময়ে চাঁদাবাজি সন্ত্রাসীতে লিপ্ত ছিল। শুধু তাই নয়, চেয়ারম্যান প্রার্থী মজিবুল হকের প্রস্তাব ও সমর্থনকারী দুইজন বিএনপির পদধারী নেতা। আমরা আরো বলতে চাই এবারের নির্বাচনে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি কেউ ভোটকেন্দ্রে ঢুকে কারচুপি করার চেষ্টা করে তাহলে যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দায় দায়িত্ব বহন করতে হবে। পরে আনারস প্রতীকের পক্ষে একটি মিছিল শ্যামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম তছলিম হোসেন, সহ-সভাপতি ডাক্তার মাঈনুদ্দিন মানিক, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পিংকু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করীম সেলিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শওকত হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।