প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সিরিও কমেডি জাতিয় ভিন্নধর্মী নাটক “এ যুগের আলাদিন” এবার মহিলা সমিতি মঞ্চে নিয়ে আসছে “মুক্তালয় নাট্যাঙ্গন”। শনিবার সন্ধ্যা ৭ টায় ঢাকার বেইলী রোডের নাটক পাড়ার ঐতিহ্যবাহী মহিলা সমিতি হলে মঞ্চস্থ্য হবে আরবীয় কাহিনীর ছায়া অবলম্বনে নির্মিত মঞ্চ নাটক “এ যুগের আলাদিন”। এটি লিখেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখ আলাউদ্দিন এবং নির্দেশনা দিয়েছেন গ্রæপ থিয়েটারের একনিষ্ঠ কর্মী, অভিনেতা, নাট্যকার, নাট্য পরিচালক আমিনুল হক আমীন। বর্তমান যুগ ও সময়ের ঘটনা প্রবাহ নিয়ে রচিত একটি সিরিও কমেডি জাতিয় বক্তব্য প্রধান প্রতিকী নাটক। নাটকটিতে রূপকথার আলাদিন এবং দ্বৈত্যের চরিত্র উপমা ও প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়েছে মাত্র। “এ যুগের আলাদিন” নাটকের বিভিন্ন চরিত্রে যাদের অভিনয় করার কথা রয়েছে তারা হলেন:- মর্জিনা- মাধুরী খন্দকার, ফটিক- আমিনুল হক আমীন, মারিয়া- শেফালী কুসুম, রবীন- আশিকুন নবী রিমন, আলাদিন- মাহমুদ হাসান ইমন, জেসমীন- আসমা আলম টুনি প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।