প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন একটি গান গাইলেন কণ্ঠশিল্পী ও সুরকার ফাহিম ফয়সাল। রেজাউর রহমান রিজভীর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন মার্লিন, সুমি ও রিফাত। ফাহিম ফয়সাল বলেন, ‘প্রবাসী ভাই-বোনেরা তাদের জীবন বাজি রেখে স্বজনদের ছেড়ে বিদেশের মাটিতে বছরের পর বছর পড়ে থাকেন। তারা কখনও স্বপ্নেও ভাবেনি জীবনের একপর্যায়ে প্রবাসেই পাড়ি জমাতে হবে তাদের। কিন্তু জীবন-জীবিকার তাগিদে গৃহ পরিজন ছেড়ে থাকতে হয় দূরপ্রবাসে। সেখানে তাদের রক্ত পানি করে অর্থ উপার্জন করে সে অর্থ দেশে স্বজনদের কাছে পাঠায়। তাদের একটাই উদ্দেশ্য, প্রিয়জনের মুখে হাসি ফুটানো। প্রিয়জনকে দূরে রেখে প্রবাস জীবন কাটানো যে কতটা কষ্টের তা একমাত্র তারাই বুঝে। তাদের কষ্টার্জিত সে অর্থ দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রবাসীদের আবেগ ও দুঃখ নিয়ে এ গানাটি গাইতে পেরে একজন সংগীতশিল্পী হিসেবে আমি খুব গর্বিত ও আনন্দিত।’ উপস্থাপক খন্দকার ইসমাইল এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রবাসীদের সম্মানে ‘প্রবাস জীবন’ গানটি প্রচার হবে আগামী শনিবার রাত ১১টায় এটিএন বাংলার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’তে। অনুষ্ঠানটি গ্রন্থণা করেছেন সজল আমিন, প্রযোজনা করেছেন আসলাম শিকদার ও সমন্বয়কারী আরিফুল ইসমলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।