Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০ কোটি টাকার ভূমি উদ্ধারে উদ্যোগ

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

ঢাকার কেরানীগঞ্জে সোনাকান্দা মৌজায় বিসিক শিল্পনগরীর পাশে ধলেশ্বরী নদীর তীরে বেদখল হওয়া প্রায় ৪০কোটি টাকা মূল্যের সরকারী সম্পত্তি উদ্ধারের জন্য সনাক্ত করেছেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান। প্রভাবশালী মহলের কবল থেকে ওই সম্পত্তি উদ্ধারের জন্য তিনি রীতিমত হিমশিম খাচ্ছেন। এব্যাপারে ওই প্রভাবশালী ব্যক্তিকে বারবার নোটিশ দেয়া হলেও সে কোন কর্নপাত করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিসের সার্ভেয়ার কাউছার আহমেদ জানান, রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকার কিছু সচেতন এলাকাবাসী স্থানীয় একই এলাকার প্রভাবশালী সেলিম গংদের বিরুদ্ধে প্রায় ৪০ কোটি টাকা মূল্যের সরকারী সম্পত্তি অবৈধভাবে দখল করার অভিযোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিনের কাছে। বিষয়টি সরেজমেিন তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমানকে নির্দেশ দেন। এই নির্দেশ পেয়ে পারভেজুর রহমান স্যারের নেতৃত্বে সোনাকান্দা এলাকায় বিসিকের পাশে ওই জমিতে তদন্ত ও সার্ভে করে ১৮একর ৩৫ শতাংশ সরকারী সম্পত্তি সনাক্ত করা হয়। যার বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা। এই সম্পত্তি স্থানীয় প্রভাবশালী সেলিম গং দখল করে মাটি ভরাট করে সেখানে অবৈধভাবে গরুর হাট বসিয়েছেন। এই জায়গার পাশেই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাংলাদেশ এক্সপোর্ট জোন অথিরিটির অনুকলে জায়গা বরাদ্ধ দেয়া হয়েছে। সেলিম গংদের দখল হওয়া এই জায়গার উপর দিয়ে ওই প্রকল্পে যাওয়ার রাস্তা করা হবে। সেলিম গংদের হাত থেকে ওই সম্পত্তি উদ্ধার না হলে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাংলাদেশ এক্সপোর্ট জোন অথিরিটি প্রকল্পটি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এব্যাপারে অবৈধ দখলদার সেলিম গংদের নোটিশ প্রদান করলে তারা কোন কর্নপাত করেননি। তবে এই অবৈধ দখলদার সেলিম গংদের ওই সম্পত্তি থেকে সমূলে উচ্ছেদের অনুমতির জন্য ভ‚মি মন্ত্রনালয় ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পত্র প্রেরন করা হয়েছে। অনুমতি পেলেই সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে। এব্যাপারে অবৈধ দখলদার সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকার লোকদের সুবিধার জন্য এই সম্পত্তিতে গরুর হাট বসানো হয়েছে। উপজেলা চেয়ারম্যান এই হাটের উদ্ধোধন করেছেন। এবিষয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই তদন্ত করে ১৮একর ৩৫শতাংশ সরকারী সম্পত্তি উদ্ধারের জন্য সনাক্ত করা হয়। যার বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা। এই সম্পত্তিতে সেলিম গং বিনা অনুমতিতে একটি গরুর হাট বসিয়েছে। প্রধান মন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে যে খাল, বিল ও নদীর জায়গা কেউ দখল করতে পারবে না। তাই সেলিম গংদের এই জায়গা থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ