বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবেহ ও বর্জ্য অপসারণ বিষয়ে এক সভা গতকাল বুধবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মুসলমান সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল আযহা উপলক্ষে মহানগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা, ভ্রাতৃপ্রতিম সৌহার্দ্যপূর্ণ সামাজিক বন্ধন অটুট রেখে ঈদ উদযাপনের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে পশু কোরবানী নিশ্চিতকরণ, পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন কোরবানীর বর্জ্য সংরক্ষণে নগরবাসীর সহযোগীতা কামনা করা হয়। সভায় জানানো হয় মহানগরীর পশু জবেহকরণের জন্য ২১০টি স্থান নির্ধারণ, জনসচেতনতার লক্ষে মহানগরীতে মাইকিং, মসজিদে ঈমামদের মাধ্যমে মুসল্লীদের অবগতি, পত্রিকায় বিজ্ঞপ্তি, বাড়ি বাড়ি লিফলেট বিতরণ, ঈদুল আযহার দিন বর্জ্যব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণে সার্বক্ষণিক মনিটরিং এর লক্ষে কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রাসিকের সকল বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।