Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুন কৌশলে নিবন্ধনহীন মোটরসাইকেল

হারুনুর রশিদ, রায়পুর (লক্ষীূপুর) থেকে : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

লক্ষীরের রায়পুর উপজেলায় নিবন্ধনহীন মোটরসাইকেল চালাতে একশ্রেণির মানুষ নতুন কৌশল বেছে নিয়েছেন। তারা অন্যজনের নিবন্ধনের জন্য টাকা জমা দেওয়ার রসিদ ফটোকপি করে ব্যবহার করছেন। এতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব মোটরসাইকেল অবাধে চলাচল করছে। রায়পুর থানা-পুলিশ ও মোটরসাইকেল মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জুন মাস থেকে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করার জন্য অভিযান শুরু হয়। অভিযানে নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রতিদিনই উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালাচ্ছে। এ অবস্থায় বিভিন্ন সড়েকে নিবন্ধনহীন মোটরসাইকেল চলাচল কমে যায়। কিন্তু কয়েক মাস পর ওই সব মোটরসাইকেল মালিকেরা আবারও সড়কে বের হতে শুরু করেছেন। তবে এবার এর জন্য তারা নতুন কৌশল বেছে নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিবন্ধনহীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ