বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে থাকা নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল বুধবার বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীরস বেঞ্চ এ রায় দেন। আদালত রিট আবেদনের পক্ষে ছিলেন এম মনজুর আলম। ড.অহিদুজ্জামানের পক্ষে ছিলেন আহসানুল করীম ও শেখ আলী আহমেদ খোকন। পরে খোকন জানান, হাইকোর্টে এ রায়ের ফলে ড. অহিদুজ্জামানের নিয়োগ বৈধই রইলো।
রিট আবেদনের পর আবেদনকারীর আইনজীবী জানিয়েছিলেন, ২০১৫ সালের ৩১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম অহিদুজ্জামানকে নোবিপ্রবি’র ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞদের ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করার বিধান রয়েছে। কিন্তু বর্তমান ভাইস-চ্যান্সেলরের এ বিষয়ে কোনো প্রকার ডিগ্রি নেই। আইনের ১০ (১) ধারায় বলা হয়েছে, চ্যান্সেলর, কর্তৃক নির্ধারিত শর্তে, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ এমন একজন ব্যক্তিকে চার বৎসর মেয়াদের জন্য ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগদান করিবেন। এ বিষয়টি উল্লেখ করে রিট আবেদনটি দায়ের করেন ওই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল বাশার। এ রিটের পর গত ব্ছরের ৫ জুন রুল জারি করেছিলেন হাইকোর্ট। যেটি খারিজ হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।