Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সুদহারের তথ্য ১০ তারিখের মধ্যে দিতে নির্দেশনা

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

এখন থেকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত ও ঋণের সুদহারের তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। স¤প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এক সার্কুলার জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দিয়েছে। চলতি মাস থেকেই এ নির্দেশনা কার্যকর হবে। এর আগে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে এসব তথ্য দিতে হতো। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সব ধরনের আমানত ও ঋণের সুদহারের তথ্য থাকে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ঋণ ও আমানতের সুদহার ব্যাংক ও আর্থিক খাতের গুরুত্বপূর্ণ সূচক। এ দুটির পার্থক্য থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সূচক বের করা হয়ে থাকে, যাকে বলা হয় স্প্রেড। এ ছাড়া আমানত ও ঋণের ভারিত গড় হারও ব্যাংকের পাঠানো তথ্য থেকে বের করা হয়। এসব তথ্য আর্থিক নীতিনির্ধারণী কাজে ব্যবহৃত হয়ে থাকে।
কেন্দ্রীয় ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষ ও অন্যান্য ব্যবহারকারীকে প্রতি মাসের ১২ তারিখের মধ্যে স্প্রেডের তথ্য সরবরাহ করতে হয়। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান এসব তথ্য ব্যবহার করে। এ ছাড়া ব্যবসায়ীরাও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে সুদহারের হালনাগাদ তথ্য জানতে চান।
আমানত ও ঋণের সুদহার নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। স¤প্রতি বেসরকারী ব্যাংকের মালিকদের পক্ষ থেকে ঋণের সুদহার ৯ শতাংশ আর আমানতের ৬ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেয়া হয়েছে। সরকারও চায়, দেশে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নেমে আসুক। কোন কোন ব্যাংক কিছু কিছু ঋণে সুদহার ৯ শতাংশে নামিয়ে আনলেও অনেক ব্যাংকই এখনও তা করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ