Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শক টানতে পারেনি ‘ফান্নে খান’

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

গত শুক্রবার বলিউডের মুক্তির শিডিউলে ছিল ‘ফান্নে খান’ ‘বিরাম’, ‘মুল্ক’,’পিহু’ এবং ‘কারওয়ান’। এগুলোর মধ্যে শেষ পর্যন্ত আয়ের খাতা খুলতে পেরেছে ‘ফান্নে খান’, ‘মুল্ক এবং ‘কারওয়ান’। আর, পাঁচটি ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়াতে তিনটি ফিল্মের কোনটিই সন্তোষজনক আয় করতে পারেনি। অতুল মান্জরেকার পরিচালিত মিউজিকাল ড্রামা ‘ফান্নে খান ফিল্মটিতে অভিনয় করছেন অনিল কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন, রাজকুমার রাও, দিব্য দত্ত এবং পিহু সান্দ। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী এবং তনিষ্ক বাগচী। প্রথম দিন ১.৯৫ কোটি রুপি আয় করে সপ্তাহান্ত পর্যন্ত ফিল্মটি আয় করেছে ৯.৭৫ কোটি রুপি। কাহিনী ও নির্মাণ প্রশংসিত হয়েছে। পলিটিকাল ড্রামা ‘মুল্ক’ পরিচালনা করেছেন অনুভব সিনহা। অভিনয় করেছেন তাপসী পান্নু, ঋষি কাপুর, প্রতীক বাব্বর, নীনা গুপ্ত, রজত কাপুর, মনোজ পাহভা, আশুতোষ রানা, প্রাচী শাহ, বর্তিকা সিং এবং ইন্দ্রনীল সেনগুপ্ত।১.৫ কোটি রুপি আয় দিয়ে শুরু করে সোমবার পর্যন্ত ফিল্মটি আয় করেছে ৯.৪১ কোটি রুপি। ফিল্মটির পরিচালনা এবং শিল্পীদের পারফরমেন্স প্রশংসা পেয়েছে। ড্রামা ‘কারওয়ান’ পরিচালনা করেছেন আকর্ষ খুরানা; অভিনয় করেছেন ইরফান খান, দুলকার সালমান, মিথিলা পালকর এবং কৃতি খারবান্দা। শুক্রবার ১.৪ কোটি রুপি দিয় যাত্রা শুরু করে সপ্তাহান্ত পর্যন্ত ফিল্মটির আয় ৯.২৫ কোটি রুপি। ‘ধাড়াক’ ফিল্মটির আয় ৭৫ কোটি রুপি এবং ‘সাহেব বিবি অওর গ্যাংস্টার’ সর্বশেষ আয় করেছে ১০ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফান্নে খান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ