Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বছর পর প্রাচ্যানাটের রাজা এবং অন্যান্য

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

তিন বছর পর মঞ্চে ফিরছে প্রাচ্যনাটের আলোচিত প্রযোজনা রাজা এবং অন্যান্য। দল সূত্রে জানা যায়, ৯ ও ১০ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। নির্দেশনা দিচ্ছেন আজাদ আবুল কালাম। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রাজা ও সমসাময়িক প্রসঙ্গ মিলিয়ে রাজা এবং অন্যান্য লেখা হয়েছে। নির্দেশক বলেন, আমি দেখি কাঞ্চীরাজ আর তার ছয় সঙ্গী অন্যান্য রাজা আসলে সাম্রাজ্যবাদের নতুন নকশার স্থপতি। আর বিশ্বজুড়ে তথাকথিত সন্ত্রাসবাদ নতুন ব্যাখ্যা পেয়েছে আমেরিকানদের হাতে, তাতে অন্যান্য জাতিসত্তা বিশেষত যারা এক ধরনের নিজস্ব সংস্কৃতি রাজনীতি নিয়ে নিজেদের মত আছে তারা হয়েছে হুমকির স্বীকার। এর বিরুদ্ধে রবীন্দ্রনাথের রাজা আমাদের কাছে এক মেটাফোর হয়ে ধরা দেয়। নাটকের মঞ্চসজ্জা এবং আলোকবিন্যাস করেছেন সাইফুল ইসলাম, পোশাকে আছেন তৌফিকুল ইসলাম ইমন। সংগীত করেছেন কার্তিক এবং কোরিওগ্রাফিতে শাহ্রিন। প্রায় এক দশক আগে রাজা এবং অন্যান্য মঞ্চে আসে। ২০১৫ সালের ২৩ আগস্ট এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির সর্বশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাচ্যানাটের রাজা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ