পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সম্প্রতি ভারতের আসাম রাজ্যে নাগরিকত্বের খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। এ তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখ মানুষের নাম। ভারতজুড়ে এ তালিকার পক্ষে-বিপক্ষে বিতর্ক উসকে দিয়েছে। এ বিষয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, আসামে কেবল বাঙালিদেরই লক্ষ্য করে এই খসড়া করা হয়েছে। এবার শুধু বক্তৃতার মঞ্চে প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত হননি মমতা। তিনি হাতে তুলে নিয়েছেন কলম। বাঙালির নাম বাদ দেওয়ার ঘটনা নিয়ে অন্য রকম এক প্রতিবাদ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনীতিবিদই নন। তিনি একজন কবি, ঔপন্যাসিক ও চিত্রশিল্পী। তাঁর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীও হয়েছে।
গতকাল কলকাতার সংবাদমাধ্যমে প্রকাশিত তার লেখা ‘পরিচয়’ কবিতায় উঠে এসেছে আসামের নাগরিক নিবন্ধন আর কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভের নানা চিত্র। ৪৬ লাইনের এই কবিতায় মমতা তুলে ধরেছেন, পদবি, পিতৃপরিচয়, ভাষা, ধর্ম ইত্যাদি নিয়ে গেরুয়া শিবিরের জাতপাতের রাজনীতির কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়েও শ্লেষ রয়েছে তাঁর কবিতায়। এই কবিতা তিনি একই সঙ্গে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে লিখেছেন। প্রতিবাদমুখর কবিতাটি নিজের ফেসবুক ওয়ালে পোস্টও করেছেন তিনি।
কবিতাটি এখানে তুলে ধরা হলো:
'পরিচয়'
তোমার পদবি কী? / তোমার পিতৃপরিচয়? / তোমার ভাষা কী? / তোমার ধর্ম কী? / জানো না? / তবে যাও, / এ পৃথিবীতে তোমার জায়গা নেই। / তুমি কে? / কী তোমার পরিচয়? / কোথায় থাকো? / কোথায় শিক্ষা? / জানো না? / তা হলে তুমি দেশদ্রোহী। // তুমি কে? / কাকে সমর্থন করো? / তোমার পাঁচপুরুষের নাম নথিভুক্ত আছে কী? / তোমার পোশাক পরিচ্ছদ কী? / তোমার কি গোবর-ধন অ্যাকাউন্ট আছে? / নেই? তবে তুমি অনুপ্রবেশকারী। // তুমি কি'মন কি বাত' শোনো? / তুমি কি শাসকের বিরুদ্ধে লেখো? / তোমার কি ফোনে আধার আছে? / তুমি কি পে-বি-টিম-এর মেম্বার? / সব নথিভুক্ত আছে কি? / তুমি কি শোষকের বিরোধী? / তোমার তবে স্থান নেই, / তুমি উগ্রপন্থী। // তুমি কী কী খাও? / কোথায় কোথায় যাও? / তুমি কি অন্য ধর্মের লোক? / তুমি কি দলিত? / তুমি কি খ্রিস্টান? / তুমি কি সংখ্যালঘু? / তুমি কি রাবণের সমর্থক নও? / তবে তুমি বৈরাগ্য নাও। / তুমি কি শাসকের ক্ষমতা জানো? / তুমি কি শোষকদের এজেন্সি চেনো? / তুমি কি একজন প্রতিবাদী? / তুমি কি শাসক বিরোধী? / তবে তুমি দেশ বিরোধী, / তোমার জায়গা নেই। //
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।