Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন আমিন খান!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

প্রায় ২০০ চলচ্চিত্রের চিত্রনায়ক আমিন খানের অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী ১ অক্টোবর। ১৯৯৩ সালের এই দিনে মুক্তি পেয়েছিল আমিন খান অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অবুঝ দুটি মন’। তবে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে এসে আমিন খান বলেন, ‘অবুঝ দুটি মন’ তার চুক্তিবদ্ধ হওয়া প্রথম সিনেমা নয়। এর আগে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তবে শ্রদ্ধাভাজন এক পরিচালকের অনুরোধে শেষ পর্যন্ত সিনেমাটিতে তার আর অভিনয় করা হয়নি। ১৯৯২ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় ২১ হাজার অংশগ্রহণকারীর মধ্যে একমাত্র নির্বাচিত মুখ আমিন খানের অবশ্য ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পাশাপাশি দারাশিকো পরিচালিত ‘অঞ্জলী’, মোহাম্মদ হোসেন পরিচালিত ‘আজকের হাঙ্গামা’ ও সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ ছবিতেও অভিনয় করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সৌভাগ্যের শিকে ছেঁড়ে ২৪ ডিসেম্বর, ১৯৯২; আমিন খানের জন্মদিনে ‘অবুঝ দুটি মন’ সিনেমার জন্য মাত্র ১ টাকা সম্মানীর বিনিময়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এই ২৪ সংখ্যাটি অবশ্য শুধু তার জন্মদিন কিংবা প্রথম চলচ্চিত্রের শুটিংয়ের জন্যই সৌভাগ্যের প্রতীক হয়ে থাকেনি। ২৪ আগষ্ট তার বড় ছেলে রাইয়ান খান ফারহান ও ২৪ জুন ছোট ছেলে আজমাইন খান ঈশানেরও জন্মদিন। রুম্মান রশীদ খান ও সাকি’র উপস্থাপনায় রাঙা সকাল-এর বিশেষ এই পর্বে আমিন খান জানিয়েছেন তার না বলা অনেক কথা। পর্বটি প্রচারিত হবে আসছে ঈদের তৃতীয় দিন সকাল ৭টা থেকে ৮টায়, মাছরাঙা টেলিভিশনে। ‘রাঙা সকাল’ প্রযোজনা করেছেন রাকিবুল আলম ও জোবায়ের ইকবাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমিন খান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ