Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে যমুনার ভাঙ্গন আরো তীব্র

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ২:৪৮ পিএম

পাবনায় নদ-নদীর ভাঙ্গন ভয়াবহরূপ নিয়েছে। আর মানুষের আর্তনাদ মিশে যাচ্ছে নদ-নদীর ভাঙ্গনের সাথে। প্রতিদিন নদ-নদীর গর্ভে তলিয়ে বসতবাড়ী ,ফসলের মাঠ। ভাঙ্গন রোধ করা না গেলে স্কুল,কলেজ ,মাদ্রাসা , কমিউনিটি ক্লিনিক নদী গর্ভে বিলীন হথে আর বেশী সময় লাগবে না। অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। পাউবো’র ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং কোন কাজে আসছে না। নদ-নদীর গর্ভে মানুষের সব কিছু হারিয়ে যাচ্ছে। পাবনার বেড়া উপজেলার চর পেচাঁকোলা গ্রাম যমুনা নদীর প্রবল ভাঙ্গনের কবলে পড়েছে। কোমলমতি শিক্ষার্থী, গ্রামবাসী নিজেদের ভিটা-বাড়ি,স্কুল-কলেজ মাদ্রাসা নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে প্রতিবাদে নদী পাড়ে জোর হয়েছেন । প্রতিবাদ কারীরা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। ভিটা বাড়ি নদী গর্ভে বিলীন হতে দেবো না। দুপুর চর পেচাঁকোলা গ্রামের মুরব্বী আলহাজ্ব মাওলানা আব্দুস সোবহান, ডাঃ চাঁদ আলী সরদার, মোঃ গোলাম মোস্তফা, আনিছুর রহমান, আলহাজ্ব আওরঙ্গজেব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক রতন কুমার দাস, শিক্ষক মিনহাজ উদ্দিন, শিক্ষিকা নাসরিন পারভীন , কমলমতি শিক্ষার্থী ও গ্রামের শতশত মানুষ নদীর ঘাটে সমবেত হয়ে এই প্রতিবাদের আওয়াজ তোলেন।তারা জানান, নদী থেকে অবৈধ বালু উত্তোলন করা, পাউবো’র কাজে ঘাপলাবাজীর কারণে নদী ভাঙ্গন ঠেকানো যাচ্ছে । নদ-নদীর পাড়ের মানুষ শঙ্কা-আতংকে দিন কাটাচ্ছেন। জানা গেছে, মাত্র ৯০ দিনে শুধু একটি পাড়ার ১০০ পরিবারের সব কিছু নদী গর্ভে তলিয়ে গেছে। প্রতিদিন ৩০-৪০ ফুট করে জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় মেম্বার মিজানুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সপ্তাহ খানেক আগে পাউবো ৫ হাজার বস্তা জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে কোন কাজ হয়নি। বালু খেকোরা অবৈধভাবে ড্রেজার মেশিন ও বোমা মেশিন চালিয়ে নদী থেকে বালু উত্তোলন অব্যাহত রেখেছে । ফলে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যমুনার ভাঙ্গন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ