বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের শার্শায় সৌদি আরব প্রবাসী স্বামীর ওপর অভিমান করে আঞ্জুয়ারা বেগম (২৭) নামে এক গৃহবধূ অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
গতকাল সোমবার দিনগত রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শার্শা উপজেলার বেলতা গ্রামের সৌদি আরব প্রবাসী শিমুল হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর শিমুল হোসেন স্ত্রীর আঞ্জুয়ারা বেগমের সাথে ফোনে কথা বলেন। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় স্বামীর ওপর অভিমান করে আঞ্জুয়ারা বেগম সকলের অগোচরে চুইংগামের সাথে গ্যাসের ট্যাবলেট খান।
পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।