রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তালতলীর অপসারিত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু এখনো সরকারি গাড়ি ব্যবহার করছেন। এক মাস আগে গত ৮ জুলাই তাকে অপসারণ করা হয়। তালতলীর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অসদাচরণের অভিযোগের দায়ে দোষী সাব্যস্ত হন। ১৬টি অন্যতম অভিযোগের মধ্যে ১৫টি অভিযোগ প্রমানিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালেয়, উপ-সচিব আনজুমান আরা স্বাক্ষরিত গত ৮ জুলাই থেকে অপসারণ করেন। কিন্তু অপসারনের পর থেকে এক মাস অতিবাহিত হলেও তিনি বহালতবিয়তে অফিসে আসা-যাওয়া করছেন এবং সরকারের গাড়ি অবৈধভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। এ ব্যাপারে বরগুনা জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে কেউ জানায়নি, বিষয়টি আমি দেখছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।