রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামে ছাদ কৃষিতে সাফল্য দেখিয়ে এখন অনেকের ছাদ কৃষিতে পথপ্রদর্শক হয়েছে আবুল খায়ের নামের এক কৃষিপ্রেমি। সে উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপার ভাইজার পদে কর্মরত আছেন। আর তার ছাদ কৃষি ব্যাপক সাড়া ফেলেছে উপজেলার ছাদ বিশিষ্ট বাড়িওয়ালাদের মধ্যে। প্রতিদিনই তার ছাদ কৃষি দেখতে উপজেলার সৌখিন মানুষদের সমাগম ঘটে তার বাড়িতে আর এতে ছাদবাগান করতে উদ্বুদ্ধও হচ্ছে অনেকে। আবুল খায়ের জানায়, টিভিতে কৃষি প্রোগ্রাম দেখে তিনি ছাদ কৃষি করার উদ্যোগ নেয় এবং প্রথমে ফলের মধ্যে কমলালেবু, আম, আপেল, বেদানা, আঙ্গুর, পেয়ারা, লেবু, অ্যালোবেরা, কুলবড়ই, জলপাই, চায়না কমলা, থাই জাম্বুরা, থাই মাল্টা দিয়ে ছাদে বাগান শুরু করলেও তার সাথে বাগানের সৌন্দর্য্য বৃদ্ধিতে গোলাপ হাছনাহেনা, কামিনি, কাগজফুল, গন্ধরাজসহ বিভিন্ন ফুলেরও চাষ করা হয়। একই সাথে শাখ সবজিরও চাষ হচ্ছে। তার মতে প্রতিটি ছাদে এমন উদ্যোগ গ্রহণ করলে একদিকে যেমন ফরমালিন মুক্ত ফল পাওয়া যাবে, অন্যদিকে ঘটবে সবুজ বিপ্লব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।